স্মৃতিসৌধে গাছ চাপায় দর্শনার্থীর মৃত্যু
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে বেড়াতে গিয়ে গাছচাপা পড়ে সায়মুন নামে এক দর্শনার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আরও এক দর্শনার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে স্মৃতিসৌধের ভেতর সিগনেচার পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তার দায়িত্বে থাকা বাংলাদেশ আনসার বাহিনীর প্লাটুন কমান্ডার মিজানুর রহমান বলেন, সিগনেচার পয়েন্টে থাকা সারিবদ্ধ বড় একটি গাছের নিচে অবস্থান করছিলেন দুই দর্শনার্থী। ধারণা করা হচ্ছে মাটি নরম থাকায় একটি গাছট তাদের উপরে ওপড়ে পড়ে। ঘটনার সঙ্গে সঙ্গে আহতদের আমরা উদ্ধার করে গণসাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যাই। পুরুষ ব্যক্তির মাথার আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরোসাইন্সে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
সাব্বির/ মাসুদ