ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সাজেকে ১০ ঘণ্টা পর যান চলাচল শুরু 

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৫, ৫ অক্টোবর ২০২২   আপডেট: ১৬:৩১, ৫ অক্টোবর ২০২২
সাজেকে ১০ ঘণ্টা পর যান চলাচল শুরু 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-সাজেক সড়কে পাহাড় ধসের ১০ ঘন্টা পর যানবাহন চলাচল শুরু হয়েছে।

সেনাবাহিনীর সদস্যরা বুধবার (৫ অক্টোবর) সড়ক থেকে ধসে পড়া মাটি সরিয়ে নিলে দুপুর ২টার দিকে যানবাহন চলাচল শুরু হয়। রাঙামাটি অতিরিক্ত পুলিশ সূপার মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

এর আগে গতকাল মঙ্গলবার গভীর রাতে সাজেক-খাগড়াছড়ি সড়কের  নন্দরাম  এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।

স্থানীরা জানান,  মঙ্গলবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টিপাতের কারণে সাজেক সড়কের নন্দরাম নামক এলাকায় সড়কের উপর পাহাড়ের একটি অংশের মাটি ধসে পড়ে। এতে ওই রুটের যানবাহল চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দা ও সেনাবাহিনীর সদস্যরা সকাল থেকে মাটি সরানোর কাজ শুরু করেন।

এদিকে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বিপাকে পড়েন সাজেকগামী পর্যটকরা। সাজেকগামী ও সাজেক থেকে খাগড়াছড়িগামী প্রায় ৫০০ পর্যটকবাহী গাড়ি আটকা থাকায় ভোগান্তির সৃষ্টি হয়।

বিজয় ধর/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়