ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চবি’র লেকে ডুবে কিশোরের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ১৬ অক্টোবর ২০২২  
চবি’র লেকে ডুবে কিশোরের মৃত্যু 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লেকে গোসল করতে নেমে রাকিবুল রশিদ (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। 

রোববার (১৬ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিস এই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে। 

আরো পড়ুন:

হাটহাজারী ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানান, সকালে চট্টগ্রাম শহর থেকে কয়েক বন্ধুর সঙ্গে চবি ক্যাম্পাসে ঘুরতে আসেন রশিদ। পরে তারা ক্যাম্পাসের লেকে গোসল করতে নামেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন রশিদ। দুপুরের দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং উদ্ধার অভিযান শুরু করে। পরে তারা রশিদ নামের ওই কিশোরের লাশ উদ্ধার করে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম জানান, দুই পাহাড়ের মাঝে বিশ্ববিদ্যালয়ের এই লেকটি। এটি ঝুঁকিপূর্ণ একটি লেক। এখানে পানিতে না নামতে এবং চলাচলে সাবধানতা অবলম্বন করতে সতর্কবার্তা দেওয়া আছে। সতর্কতা অমান্য করে পানিতে নামায় এই দুর্ঘটনা ঘটেছে। মারা যাওয়া কিশোরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

রেজাউল/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়