ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ১৬ অক্টোবর ২০২২  
রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু

রাজশাহীর তানোর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে। রোববার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার বাঁধাইড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন— বাঁধাইড় গ্রামের হযরত আলীর স্ত্রী মরিয়ম বেগম (৩০) ও তার ছেলে মো. মাহাফুজ (৩)। তানোরের মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন

আরো পড়ুন:

মনিরুল ইসলাম জানান, পুকুরে পানি দেওয়ার সাবমারসিবল পাম্পের বৈদ্যুতিক তারে প্রথমে বিদ্যুতায়িত হন মরিয়ম বেগম। এ সময় মাকে গিয়ে জড়িয়ে ধরে শিশু মাহাফুজ। এতে সেও বিদ্যুতায়িত হয়।

কিছুক্ষণ পর স্থানীয়রা দুজনকে পড়ে থাকতে দেখে বিদ্যুতায়িত হওয়ার বিষয়টি বুঝতে পারেন। এরপর তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আইনগত প্রক্রিয়া শেষে মা ও ছেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 
 

কেয়া/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়