ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বরিশালের সব রুটে লঞ্চ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ব‌রিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ২৪ অক্টোবর ২০২২  
বরিশালের সব রুটে লঞ্চ চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বরিশাল বিআইডব্লিউটিএ। এ কারণে বরিশাল থেকে সব রুটেরই লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক। 

তিনি বলেন, ৩ নম্বর বিপদ সংকেতের কারণে এরই মধ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল রুটের লঞ্চ ও  স্পিড বোট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। 

এদিকে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে বরিশালে, র‌য়ে‌ছে দমকা হাওয়াও। গত ২৪ ঘণ্টায় ৩৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বরিশাল আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মাজহারুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর কারণে ৫ থেকে ৮ ফুট উচ্চতায় জলোচ্ছাসের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি মঙ্গলবার ভোর রাতে বরিশাল অঞ্চলে আঘাত হানতে পারে।

তিনি জানান, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ পায়রা বন্দর থেকে ৬০০ কিলোমিটার দূরে আছে। এছাড়া নদীবন্দ‌রে ৩ ও সমুদ্রবন্দ‌রে ৭ নম্বর সংকেত র‌য়ে‌ছে। বরিশালে বর্তমানে বা‌তা‌সের গ‌তি‌বেগ ২০ ন‌টিক্যাল মাইল থাকলেও বঙ্গোপসাগরে বা‌তা‌সের গ‌তি‌বেগ ৭০ ন‌টিক্যাল মাইল। বৃষ্টির সাথে সাথে বাতাসের গতিবেগও বাড়ছে।

স্বপন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়