ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গুদামে মিললো ১৩৪ বস্তা চিনি, মালিককে জরিমানা

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ২৪ অক্টোবর ২০২২  
গুদামে মিললো ১৩৪ বস্তা চিনি, মালিককে জরিমানা

গুদামভর্তি চিনির বস্তা। কিন্তু মালিক বললেন চিনি নেই। কিন্তু ভেতরে ঢুকেই পাওয়া গেল ১৩৪ বস্তা চিনি। চিনির মজুত নিয়ে এ ধরনের মিথ্যা কথা বলায় রাজশাহী নগরীর সাহেব বাজার এলাকার আলী ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. সেলিম এ অভিযান চালান।

মো. সেলিম বলেন, মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে আলী ট্রেডার্সের গুদামে গিয়ে চিনির মজুত জানতে চাওয়া হয়। তখন গুদামের মালিক আলী আহম্মেদ জানান, গুদামে কোনো চিনি নেই। কিন্তু ভেতরে ১৩৪ বস্তা চিনি পাওয়া গেছে। মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে তাই প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আলী আহম্মেদ জরিমানা পরিশোধ করেছেন।

মো. সেলিম বলেন, চিনির মজুত ঠিক ছিল। শুধু মিথ্যা তথ্য দেওয়ার কারণেই জরিমানা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মজুত চিনি বিক্রি করে দেওয়ার জন্য আলী ট্রেডার্সকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকারের এই কর্মকর্তা।

শিরিন সুলতানা/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়