ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘অগ্রযাত্রা অব্যাহত রাখতে যুবকদের ভূমিকা নিতে হ‌বে’

খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ১ নভেম্বর ২০২২  
‘অগ্রযাত্রা অব্যাহত রাখতে যুবকদের ভূমিকা নিতে হ‌বে’

‘প্রশি‌ক্ষিত যুবক, উন্নত দেশ; বঙ্গবন্ধুর বাংলাদেশ’— প্রতিপাদ্য সামনে রে‌খে খাগড়াছড়ি‌তে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ‌্যালয় থে‌কে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পুলিশ সুপারের কার্যালয় হয়ে খাগড়াপুর যুব উন্নয়ন অধিদপ্তরে গি‌য়ে শেষ হয়। 

পরে পার্বত্য জেলা প‌রিষদের সদস্য হিরণ জয় ত্রিপুরার সভাপতি‌ত্বে আলোচনাসভা ও যুবকদের মাঝে যুব ঋণ, সেলাই মে‌শিন, ড্রাইভিং লাইসন্সে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতি‌থি হিসে‌বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষ‌দের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

এ সময় খাগড়াছড়ি জেলা পরিষ‌দের মুখ্য নির্বাহী র্কমর্কতা টিটন খীসা, খাগড়াছড়ি পৌর মেয়র নি‌র্মেলন্দেু চৌধুরী, সদর উপজেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মো. শানে আলম ও যুব উন্নয়ন অধিদপ্তররে উপ-পরিচালক হা‌ফিজা আইরিন বি‌শেষ অতিথির বক্তব্য রাখেন।

প্রধান অতি‌থির বক্তব্যে খাগড়াছড়ি জেলা পরিষ‌দের চেয়ারম‌্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, সরকার পাহাড়-সমতলে সমানভাবে মানুষের সেবায় নি‌বে‌দিত। শিক্ষা, চি‌কিৎসায়, জনস্বাস্থ্য-অবকাঠামো সব দিক দি‌য়ে তিন পার্বত‌্য জেলা উন্নয়‌নের গ‌তিধারায় যুক্ত হ‌য়ে‌ছে। কিন্তু উন্নয়ন বি‌রোধীরা আগামী জাতীয় নির্বাচন‌কে সাম‌নে রে‌খে নৈরাজ‌্য সৃ‌ষ্টির তৎপরতা চালা‌চ্ছে। তাই সরকা‌রের উন্নয়ন অগ্রযাত্রা‌ এগিয়ে নি‌তে এবং অব‌্যাহত রাখ‌তে যুব সমা‌জকে ভূ‌মিকা নি‌তে হ‌বে বলে মন্তব্য করেন তিনি।  
 

আজাদ/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়