ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে মৃত্যু

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ৬ নভেম্বর ২০২২   আপডেট: ১১:৫৬, ৬ নভেম্বর ২০২২
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে মৃত্যু

পটুয়াখালীর মহিপুরে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাম না জানা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোবাবার (৬ নভেম্বর) সকালে লতাচাপলি ইউপির খাজুরা বাহামকান্দা গ্রামে সড়কের পাশ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতের কোনো এক সময় ওই ব্যক্তি বিদ্যুতের খুটি থেকে ট্রান্সফরমার চুরি করতে বাহামকান্দা এলাকায় যান। এসময় বিদ্যুৎস্পৃষ্টে তার শরীর ঝলসে যায়। ঘটনাস্থলে থেকে ট্রান্সফরমার চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

আরো পড়ুন:

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের জানান,  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

ইমরান/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়