ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অধিবাসের মধ্য দিয়ে রাসের আনুষ্ঠানিকতা শুরু

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ৭ নভেম্বর ২০২২   আপডেট: ১০:১০, ৭ নভেম্বর ২০২২
অধিবাসের মধ্য দিয়ে রাসের আনুষ্ঠানিকতা শুরু

অধিবাসের মধ্য দিয়ে পটুয়াখালীতে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কৃষ্ণের রাস উৎসবের আনুষ্ঠানিকতা। গতকাল রোববার রাত ৯টা ১৭ মিনিটে জোড়া যুগল প্রতিমা দর্শনের মাধ্যমে রাসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় শাক, উলুধ্বনি এবং নাম কৃর্তনে মুখরিত হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গন। 

কুয়াকাটা রাধা কৃষ্ণ মন্দির ও কলাপাড়ার মদনমোহন সেবাশ্রমে সনাতন ধর্মালম্বীরা রাসের আনুষ্ঠানিকতা শুরু করেন। পঞ্জিকা মতে সোমবার (৭ নভেম্বর) বিকাল ৪ টা ২৩ মিনিটে শুরু হবে পূর্ণিমা। থাকবে পরদিন মঙ্গলবার বিকাল ৪ টা ১৯ মিনিট পর্যন্ত। তাই প্রতিবছরের ন্যায় এবারও পূর্ণিমার এ তিথিতে আগামীকাল (মঙ্গলবার) ভোরে কুয়াকাটা সমুদ্র সৈকতে গঙ্গা স্নান করবে সনাতনীরা। 

আরো পড়ুন:

কলাপাড়া মদনমোহন সেবাশ্রমের রাস উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক জানান, গতকাল রাতে অধিবাসের মধ্য দিয়ে রাস মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামী ৫ দিন এ মন্দিরে রাস উৎসব চলবে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, রাস উদযাপনকে ঘিরে শহরে পুলিশের বাড়তি ফোর্স মোতায়েন রয়েছে। যে কোনো অপৃতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।

ইমরান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়