ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পিরোজপুরে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ১৩

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ৮ নভেম্বর ২০২২   আপডেট: ১২:০৩, ৮ নভেম্বর ২০২২
পিরোজপুরে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ১৩

ফাইল ফটো

পিরোজপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে গেছেন ১০ জন। এর ফলে বর্তমানে ৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন।  

মঙ্গলবার (৮নভেম্বর) সকাল ১১টার দিকে জেলা সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী এতথ্য জানান।

ডা. হাসনাত ইউসুফ জানান, চলতি মৌসুমে জেলায় এখন পর্যন্ত ৩৮০ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৪০ জন। এছাড়া বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৪০ জন।

তিনি আরও জানান, আক্রান্ত রোগীর অধিকাংশ ঢাকা থেকে আক্রান্ত হয়ে পিরোজপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলার সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা নেছারাবাদ উপজেলায়।

তাওহিদুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়