ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঘেরের পাতা জালে মেছো বাঘ আটক 

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ১৮ নভেম্বর ২০২২   আপডেট: ১২:০৪, ১৮ নভেম্বর ২০২২
ঘেরের পাতা জালে মেছো বাঘ আটক 

পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রাম থেকে একটি মেছো বাঘ উদ্ধার করেছে অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। 

শুক্রবার (১৮ নভেম্বর) বাঘটি ওই এলাকার কৃষক ওহাব গাজীর মাছের ঘেরে পাতা জালে আটকা পড়েছিলো। 

অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান বলেন, মাঝ বয়সী এ বাঘটি মাছ শিকারে ওই কৃষকের ঘেরে এসেছিলো। এটি স্থানীয়রা পিটিয়ে মারতে চেয়েছিলো। কিন্তু তার আগেই আমরা এ প্রাণিটিকে উদ্ধার করি। প্রাথমিক চিকিৎসা শেষে এটিকে রাতে হাজীপুর বনে অবমুক্ত করা হবে। এছাড়া বাঘটিকে দেখে অনেকটা ক্ষুধার্ত মনে হয়েছে। 

তিনি বলেন, এর আগেও আমরা বেশ কিছু বন্যপ্রাণি সাধারন মানুষের কাছ থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করেছি। 

কলাপাড়া উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক মনি জানান, বাঘটি উদ্ধারের সময় আমাদের বন বিভাগের কর্মীরা অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যদের সহযোগিতা করেছে। বাঘটিকে রাতেই হাজিপুর বনে অবমুক্ত করা হবে।

ইমরান/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়