ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খুলনায় ৭৩০ ডেঙ্গু আক্রান্ত, ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ২০ নভেম্বর ২০২২  
খুলনায় ৭৩০ ডেঙ্গু আক্রান্ত, ৭ জনের মৃত্যু

চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে এখন নভেম্বরের ২০ তারিখ পর্যন্ত খুলনায় মোট ৭৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সাত জন মারা গেছেন। এছাড়া শনিবার সকাল থেকে রোববার (২০ নভেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ জেলার ৯টি উপজেলা ও খুলনা সিটি করপোরেশন এলাকায় মোট ১৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

খুলনা জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এতথ্য নিশ্চিত করেছেন। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নভেম্বর মাসের সভায় তিনি এতথ্য জানান তিনি।

জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার সভায় সভাপতিত্ব করেন।

সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, সারাদেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভব দৃশ্যমান হচ্ছে। খুলনার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগ শনাক্তের ব্যবস্থা রয়েছে।’ 

সভায় তিনি আরও বলেন, ‘জেলায় এখন পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ২ লাখ ৫৫ হাজার ৫০৭ জন শিশুকে করোনা টিকার প্রথম ডোজ প্রদান করা হয়েছে।’

খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, ‘খুলনাসহ সারাদেশে ডেঙ্গু রোগের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। এসময় মশার বংশ বিস্তাররোধে সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদগুলোকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’ 

খুলনায় শব্দ দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘শব্দ দূষণের কারণে মানুষের শারীরিক ও মানসিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরসহ আইনপ্রয়োগকারী সংস্থাগুলো কাজ করতে হবে।’ এসময় তিনি খুলনার বিভিন্ন উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেন।

এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদিকুর রহমান খান, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ, সড়ক ও জনপথ দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ, খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নূরুজ্জামান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়