ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাংনীতে র‌্যাব অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক আটক

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ২৪ নভেম্বর ২০২২   আপডেট: ১২:১৫, ২৪ নভেম্বর ২০২২
গাংনীতে র‌্যাব অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক আটক

মেহেরপুরের গাংনীতে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ মিল্টন হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। 

বুধবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে র‌্যাব ১২ মেহেরপুরের গাংনী ক্যাম্প অভিযান চালিয়ে তাকে আটক করে। 

আটক মিল্টন হোসেন গাংনী উপজেলার লক্ষীনারয়ণপুর ধলা গ্রামের শাহাবুদ্দীনের ছেলে। 

র‌্যাব সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় গাংনী-মেহেরপুর প্রধান সড়কের পাশে ঝিনের পুল এলাকায় অভিযানকালে ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ম্যাগজিনসহ বিদেশি পিস্তলটি উদ্ধার করে র‌্যাব। তাৎক্ষনিকভাবে পিস্তলের মালিক পাওয়া না গেলেও র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়। এক পর্যায়ে র‌্যাব মালিক সম্পর্কে নিশ্চিত হয়। রাত ৮টার গাংনী হাসপাতালের সামনে থেকে মালিক মিল্টন হোসেনকে আটক করতে সক্ষম হয়। এ সময় মিল্টনের জ্যাকেটের পকেট থেকে এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গুলি পরিত্যক্ত অবস্থায় পাওওয়া বিদেশি পিস্তলের বলে নিশ্চিত হয় র‌্যাব। 

অভিযানের নেতৃত্বে ছিলেন র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কোম্পানি কমান্ডার আবুল কালাম আজাদ। 

র‌্যাব জানায়, বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলি রাখার অপরাধে মিল্টনের নামে মামলা দায়ের করে গাংনী থানার মাধ্যমে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

মহাসিন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়