ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কাপ্তাই লেকে কচুরিপানা অপসারণ  শুরু 

রাঙামাটি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ২৬ নভেম্বর ২০২২  
কাপ্তাই লেকে কচুরিপানা অপসারণ  শুরু 

কাপ্তাই জেটিঘাট এলাকার কাপ্তাই লেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম

রাঙামাটি জেলার কাপ্তাই লেকের জেটিঘাট এলাকায় কচুরিপানা অপসারণ শুরু হয়েছে। শতাধিক শ্রমিক এই অপসারণ কাজে অংশ নিয়েছেন।

শনিবার (২৬ নভেম্বর)  সকাল থেকে কাপ্তাই উপজেলার ৫ ইউনিয়নে শুরু হয়েছে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচী। এতে সর্বমোট ৩ শ ৬৬ জন উপকারভোগী দৈনিক ৪শত টাকা মজুরিতে কাপ্তাই লেকের কচুরিপানা পরিষ্কার, রাস্তাঘাট সংস্কারসহ নানাবিধ উন্নয়ন কাজে অংশ নিচ্ছেন বলে জানান কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রুহুল আমিন। 

এদিকে কর্মসূচীর অংশ হিসাবে শনিবার সকালে  উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর জেটিঘাট এলাকায় কাপ্তাই লেক  হতে ১শ ৫ জন শ্রমিক কচুরীপানা অপসারণ কার্যক্রমে অংশ নিচ্ছেন বলেও পিআইও জানান। 

এদিন সকালে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মো. আব্দুল লতিফ, ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান  কাপ্তাই লেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন। 

ইউএনও জানান,  সামাজিক যোগাযোগ মাধ্যমে কাপ্তাই লেকে কচুরিপানার কারণে নৌ চলাচল বিঘ্নিত এবং সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যহতের সংবাদ জানার পর জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক এই কর্মসৃজন কর্মসুচীর আওতায় কাপ্তাই লেকে দ্রুত কচুরিপানা অপসারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এরই আওতায় আজ থেকে জেটিঘাট এলাকায় কচুরিপানা অপসারণ শুরু হয়েছে। 

বিজয়/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়