ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিজ বাড়িতে খুন!

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ২৬ নভেম্বর ২০২২   আপডেট: ১৭:০৪, ২৬ নভেম্বর ২০২২
নিজ বাড়িতে খুন!

বগুড়ায় নিজ বাড়িতে জামাল উদ্দিন খাজা (৫৮) নামের এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৬ নভেম্বর) সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এর আগে গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে খুন করে পালিয়ে যায়। 

আরো পড়ুন:

নিহত জামাল একই এলাকার মৃত আমির হোসেন খলিফার ছেলে। তিনি একটি প্রতিষ্ঠানের খাদ্যপণ্য সরবরাহের কাজ করতেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার বিকেলে জামালের স্ত্রী ও সন্তান ওয়াজ মাহফিল শুনতে বগুড়া সদর উপজেলার গোকুল এলাকায় যান। জামাল রাতে বাড়িতে একাই ফেরেন। শনিবার সকালে জামালের ছেলে রিমন তার বাবাকে দরজা খোলার জন্য ডাকাডাকি শুরু করেন। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভাঙা হয়। ঘরে প্রবেশ করে তারা মাথায় আঘাতের চিহ্নসহ জামালের লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

বগুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। সিরাজগঞ্জ থেকে সিআইডি'র ক্রাইম সিন টিমকে ডাকা হয়েছে। তারা আসার পর লাশ শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এনাম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়