ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কলেজছাত্র মাসুদ হত্যায় ২ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ২৭ নভেম্বর ২০২২  
কলেজছাত্র মাসুদ হত্যায় ২ জনের যাবজ্জীবন

ফাইল ফটো

চট্টগ্রামে কলেজছাত্র মাসুদ চৌধুরী হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞার আদালত এই রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- মো. রফিক ও আজিম উদ্দিন আহমেদ রাজা। একই রায়ে অনুপ মল্লিক নামের একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ রায়ের বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে, আজিম উদ্দিন রাজা পলাতক ও অন্যজন কারাগারে রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ১৬ নভেম্বর চন্দনপুরা এলাকায় কলেজছাত্র মাসুদ চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নগরীরে কোতোয়ালী থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের চাচা হারুন চৌধুরী।

১৯৯৯ সালের ৩০ অক্টোবর তিন জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

রেজাউল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়