ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ২৮ নভেম্বর ২০২২  
খুলনায় ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু 

খুলনা মহানগরীর খানজাহান আলী থানা এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল আজিজ (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে শিরোমনির হাফেজিয়া মাদরাসা সংলগ্ন রেললাইনে  এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

মারা যাওয়া আব্দুল আজিজ নগরীর আজম খান কমার্স কলেজ-এর স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। 
খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়,  কলেজছাত্র আব্দুল আজিজ সকালের দিকে শিরোমনি রেললাইন এলাকায়
ঘোরাঘুরি করছিলেন। এসময় খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় রেললাইনের পশ্চিম পাশে ছিটকে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ফোন নিয়ে খুব বিব্রত অবস্থায় রেললাইনের ধারে ঘোরাঘুরি করছিলেন ওই যুবক। যখন ট্রেন আসে তখন তিনি রেল লাইনের পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। লোকজন তাকে সরে যেতে বললেও তিনি কথা শোনেননি। একপর্যায়ে ট্রেনে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও রেল পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওসি খবির উদ্দিন বলেন, কি কারণে ওই যুবক রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিল সেটি স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নূরুজ্জামান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়