আত্মীয়কে কবর দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৯:৪৯, ২৮ নভেম্বর ২০২২

ফাইল ফটো
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল-ভটভটির মুখোমুখি সংঘর্ষে ইব্রাহীম হোসেন (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলার করিম বাজারে এ ঘটনা ঘটে। ইব্রাহীম দিনাজপুর জেলার বিরগঞ্জের সুজনপুর মহল্লার আব্বাস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহীম তার এক আত্মীয়কে কবর দিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, ‘শিবগঞ্জের মনাকষায় ইব্রাহীম তার আত্মীয়কে মাটি দিতে এসেছিলেন। কবর দেওয়া শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।’
মেহেদী/কেআই
আরো পড়ুন