ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চারুকলার শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ২৯ নভেম্বর ২০২২  
চারুকলার শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মূল ক্যাম্পাসে ফিরে যাওয়াও দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। 

ক্লাস বর্জনসহ ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে কয়েকশ শিক্ষার্থী নগরীর চারুকলার মূল ফটকের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। 

আরো পড়ুন:

অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থী ইব্রাহিম ফয়সাল জানান, চট্টগ্রাম নগরীতে অবস্থিত চারুকলার ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার দাবিতে আমরা আন্দোলন করছি। একমাস ধরে এই আন্দোলন চলছে। ক্লাস বর্জন, বিক্ষোভ, অবস্থান কর্মসূচীতেও কর্তৃপক্ষ দাবি মেনে না নেওয়ায় আজ আমরা রাস্তায় অবস্থান নিয়েছি। 

আন্দোলনকারী ছাত্র/ছাত্রীরা জানান, কর্তৃপক্ষ একাধিকবার বৈঠক করেও সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেয়নি। তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ করা হয়েছে।

রেজাউল/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়