ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ায় যুবক আটক

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ৩০ নভেম্বর ২০২২  
স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ায় যুবক আটক

বগুড়ায় এক স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রা‌সেল (২১) নামের এক যুবক‌কে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে তাকে আটক করা হয়।

রা‌সেল ধুনট উপজেলার হাসখালী দেহপাড়া পশ্চিম কান্তনগর গ্রামের আব্দুস সাত্তা‌রের ছেলে। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান র‍্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান।

তিনি বলেন, ‘রাসেল গোপনে ওই স্কুলছাত্রীর গোসলের দৃশ্য ভিডিও করেন। প‌রে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। এছাড়া র‌্যাব-১২ ক্যাম্পে একটি অভিযোগ দেন। অভিযোগের পর র‍্যাব অভিযান চালিয়ে রা‌সেল‌কে আটক করে।’

তৌহিদুল মবিন আরো বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।’

এনাম/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়