ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘সরকার পতনের হাঁকডাক দিয়ে লাভ নেই, নির্বাচনে আসুন’

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ১ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৮:০১, ১ ডিসেম্বর ২০২২
‘সরকার পতনের হাঁকডাক দিয়ে লাভ নেই, নির্বাচনে আসুন’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকার পতনের হাঁকডাক দিয়ে লাভ নেই। সমাবেশের অনুমতি চেয়েছেন, অনুমতি দেওয়া হয়েছে। আপনাদের সমাবেশে কেউ বাধা দিবে না। রাজশাহী ও ঢাকায় বলা হয়েছে, পরিবহন ধর্মঘট না দিতে।’

তিনি বলেন, ‘ফখরুল গতকাল বলেছেন, সরকারকে নিরাপদ প্রস্থান নিতে। আমি বলতে চাই, নিরাপদ প্রস্থানের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। নির্বাচনেই প্রমাণ হবে, কারা বিজয়ী হবে আর কাদের পতন হবে। বিএনপিকে আবারও বলতে চাই, নির্বাচনে আসুন। এরপরেও বাড়াবাড়ি করলে খবর আছে।’

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে। অপেক্ষা করুন, নির্বাচনে খেলা হবে। ডিসেম্বরে খেলা হবে। বিএনপির আগুন আর লাঠির বিরুদ্ধে খেলা হবে। আগুন আর লাঠি নিয়ে এলে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে খেলা হবে।’

তিনি বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু উনারা সোহরাওয়ার্দী উদ্যানে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। ফখরুলের মুখে মধু আর অন্তরে বিষ। এরই নাম ফখরুল। ফখরুল সাহেব অনুমতি দেওয়া হয়েছে। আপনাদের মিটিংয়ে কেউ বাধা দেবে না। আমরা রাজশাহীতেও বলে দিয়েছি, সেখানে যেন পরিবহন ধর্মঘট না করে। ঢাকায়ও পরিবহন ধর্মঘট হবে না, নেত্রী বলে দিয়েছেন।’

ফখরুলকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ফখরুল এখন নাটক শুর করছে। কী নাটক? কোথাও সমাবেশ দিলে সাত দিন আগে থেকে প্রচার করেন, বাধা দেওয়া হচ্ছে। মিথ্যাচার করেন, সরকার বাধা দিচ্ছে। কুমিল্লাতে তো কেউ বাধা দেয়নি।’

ওবায়দুল কাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সমাবেশের অনুমতি দেওয়ার পরেও যদি বাড়াবাড়ি করেন, লাফালাফি করেন, আগুন নিয়ে নামেন। লাঠির সঙ্গে জাতীয় পতাকা লাগিয়ে মাঠে নামেন, তাহলে খবর আছে।’

তিনি বলেন, ‘আমরা শান্তি চাই। আমরা ক্ষমতায় আছি। ক্ষমতায় থেকে আমরা কেন অশান্তি করবো? মানুষকে কেন আতঙ্কে রাখবো? আমরা মানুষকে শান্তিতে রাখতে চাই।’

বিশ্ব পরিস্থিতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘যুদ্ধের কারণে নিষেধাজ্ঞা থাকায় আমরা একটু বিপদে আছি। মানুষ কষ্টে আছে। অভাবী মানুষ, স্বল্প আয়ের মানুষ কষ্টে আছে। এটা শেখ হাসিনা নিজেই স্বীকার করেন। চেষ্টা করছেন তিনি। এখনো বাংলাদেশে সোমালিয়া-সুদানের মতো দুর্ভিক্ষ হয়নি। এখনও আমরা অনেক দেশের তুলনায় ভালো আছি। শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে।’

তিনি বলেন, ‘তারেক লন্ডনে বসে শেখ হাসিনার বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই তারেকের হাওয়া ভবনের অর্থ পাচারের বিরুদ্ধে খেলা হবে। বাংলাদেশ থেকে কত টাকা পাচার করা হয়েছে, শেখ হাসিনা তা খতিয়ে দেখছেন। সব টাকা উদ্ধার করা হবে। তারেক রহমানসহ সব টাকা পাচারকারীর টাকা উদ্ধার করা হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। বেশি পাগলামি করলে পাগলা গারদে অথবা পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। ষড়যন্ত্রকারীরা ঐক্যবদ্ধ। তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তি আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না।’

বাদল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়