ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তেলিয়াপাড়া স্মৃতিসৌধে দুই মন্ত্রীর শ্রদ্ধা

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ৩ ডিসেম্বর ২০২২  
তেলিয়াপাড়া স্মৃতিসৌধে দুই মন্ত্রীর শ্রদ্ধা

মহান মুক্তিযুদ্ধের অন্যতম স্মৃতি বিজড়িত স্থান হবিগঞ্জ জেলার মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগান স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা সেখানে বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করেন এবং লাল শাপলা লেকে নানা প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

আরো পড়ুন:

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল টি কোম্পনির চেয়ারম্যান শেখ কবির হোসেন, ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হাসান, সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ বিল্লাল, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, হবিগঞ্জ পুলিশ সুপার এসএম মুরাদ আলি, ন্যাশনাল টি কোম্পনির ডিজিএম এমদাদুর রহমান মিঠু, অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ প্রমুখ।

মামুন চৌধুরী/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়