ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

হিলিতে কমেছে সবজির দাম, খুশি ক্রেতারা

মোসলেম উদ্দিন, দিনাজপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৩, ৩ ডিসেম্বর ২০২২   আপডেট: ২২:২৩, ৩ ডিসেম্বর ২০২২
হিলিতে কমেছে সবজির দাম, খুশি ক্রেতারা

দিনাজপুরের হিলি বাজারে উঠেছে সব ধরনের শীতকালীন সবজি। ফলন ভালো এবং পর্যাপ্ত আমদানি থাকায় দাম কিছুটা কমেছে। এতে খুশি সাধারণ ক্রেতারা।

শনিবার (৩ ডিসেম্বর) সরেজমিনে হিলি বাজার ঘুরে দেখা যায়, নতুন আলু ৪০ থেকে ৫০ টাকা, শিম ৪০ টাকা, বেগুন ১০ থেকে ১৫ টাকা, মুলা ১০ টাকা, শসা ৬০ টাকা, গাজর ৮০ টাকা, কাঁচামরিচ ২৫ টাকা, পটল ৩০ টাকা, ফুলকপি ১০ টাকা, বাঁধাকপি ১৫ টাকা এবং পেঁপে ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আজিজুর রহমান নামের এক ক্রেতা বলেন, ‘বাজারে সব ধরনের শীতকালীন সবজির দাম কমেছে। তাই বেশি করে কিনলাম।’

লুৎফর রহমান বলেন, ‘নতুন আলু ৪০ টাকা দিয়ে নিলাম। কয়েক দিন আগেও ১০০ টাকা কেজি দরে কিনেছিলাম। অন্যান্য সবজির দামও কম।’

সবজি ব্যবসায়ী সোহেল রানা বলেন, ‘দোকানে শীতকালীন সবজি পর্যাপ্ত আছে। ক্রেতাদের চাহিদা মোতাবেক সবজি সাজিয়ে রেখেছি। দাম আগের চেয়ে অনেক কমেছে।’

আব্দুল খালেক নামের এক ব্যবসায়ী বলেন, ‘চার থেকে পাঁচ দিনের ব্যবধানে প্রতিটি সবজির দাম অর্ধেকে নেমেছে। এতে ক্রেতাদের কিনতে সুবিধা হচ্ছে। আশা করছি, দাম আরও কমবে।’

কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়