ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শয়ন কক্ষে আগুন, পুলিশ কনস্টেবলের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ৬ ডিসেম্বর ২০২২  
শয়ন কক্ষে আগুন, পুলিশ কনস্টেবলের মৃত্যু

হবিগঞ্জ শহরতলীর ২ নম্বর পুল এলাকায় শয়নকক্ষে লাগা আগুনে দগ্ধ হয়ে রুবেল আহমেদ নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

মারা যাওয়া রুবেল আহমেদ সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা। তিনি হবিগঞ্জ ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন। 

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মর্তুজা জানান, রুবেল ২ নম্বর পুল এলাকার সিরাজ খানের বাসার একটি কক্ষে ভাড়া থাকতেন। আজ ভোর ৬টার দিকে কক্ষটিতে আগুন লাগে। এতে দগ্ধ হন রুবেল। আগুনে তার শরীরের শতভাগ পুড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পাশের কক্ষে থাকা অন্য পুলিশ সদস্যরা গিয়ে তার মরদেহটি দেখতে পান। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হবিগঞ্জ ফায়ার স্টেশনের কর্মী অতীন্দ্র কুমার জানান, বৈদ্যুতিক শট শার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রুবেল যে কক্ষটিতে থাকতেন সেটি আধাপাকা টিনসেড ছিল। ঘরটিও পুরোপুরিভাবে পুড়ে গেছে।

মামুন চৌধুরী/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়