ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেহেরপুর মুক্ত দিবস পালিত

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ৬ ডিসেম্বর ২০২২  
মেহেরপুর মুক্ত দিবস পালিত

আজ ৬ ডিসেম্বর। মেহেরপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিবাহিনীর প্রবল আক্রমণের মুখে টিকতে না পেরে জেলা শহর ছেড়ে পালিয়ে যায় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এ দেশি দোসররা। 

দিনটি স্মরণীয় করে রাখতে মঙ্গলবার (৬ ডিসেম্বর) নানা কর্মসূচী পালন করেছে মেহেরপুর জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে সকাল ১০টার দিকে মেহেরপুর শহরের কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানান জেলা প্রশাসক ড. মুনছুর আলম খান। 

আরো পড়ুন:

সেখান থেকে পরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা মুক্তিযোদ্ধা ভবনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা  সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেকসহ জেলার সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মহাসিন/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়