ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় হাসপাতালকে লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৮, ৬ ডিসেম্বর ২০২২  
বগুড়ায় হাসপাতালকে লাখ টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালকে  ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে শহরের ঠনঠনিয়ায় অবস্থিত হাসপাতালটিতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। 

আরো পড়ুন:

ইফতেখারুল আলম রিজভী বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বেসরকারি সাইক জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয়। এসময় প্যাথলজি বিভাগে রোগ নির্ণয়ে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করতে দেখা যায়। এ অপরাধে ভোক্তা অধিকার আইন-২০০৯ এ ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
 

এনাম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়