ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীর ২০ হাজার শিক্ষার্থীর খাতা পুনর্নিরীক্ষণের আবেদন

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ৯ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৯:২৫, ৯ ডিসেম্বর ২০২২
রাজশাহীর ২০ হাজার শিক্ষার্থীর খাতা পুনর্নিরীক্ষণের আবেদন

ফাইল ছবি

এসএসসি পরীক্ষায় কাঙ্খিত ফলাফল না পেয়ে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০ হাজারের বেশি শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। গত ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা বোর্ডে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করে শিক্ষার্থীরা।

শুক্রবার (৯ ডিসেম্বর) শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ফল প্রকাশের পর ২০ হাজার ১৮১ জন শিক্ষার্থী তাদের ৩২ হাজার ২১১টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছে।

এরমধ্যে বাংলা প্রথম পত্রের জন্য দুই হাজার ২০৪ জন, বাংলা দ্বিতীয় পত্রের জন্য দুই হাজার ২০৪, ইংরেজি প্রথম পত্রে দুই হাজার ৬৭৬, ইংরেজি দ্বিতীয় পত্রে দুই হাজার ৬৭৬, গণিতে চার হাজার ৩৫৪, ভূগোল ও পরিবেশে পাঁচ হাজার ৪৯৫, উচ্চতর গণিতে এক হাজার ৪৩, কৃষি শিক্ষায় ৪৫৮, পদার্থ বিজ্ঞানে এক হাজার ৫৬৩, রসায়নে দুই হাজার ১২২, জীববিজ্ঞানে ৯২৬, পৌরনীতি ও নাগরিকতায় ১১৭, অর্থনীতিতে ২৯৪, ব্যবসার উদ্যোগে ৭৫, হিসাববিজ্ঞানে ৫৪, গার্হস্থ্য বিজ্ঞানে ১৮, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে ২৫৮, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতার জন্য পাঁচ হাজার ৬৭৪ জন আবেদন করেছে।

আরিফুল ইসলাম বলেন, ‘প্রতিবছরই পরীক্ষার ফলাফল ঘোষণার পর পুনর্নিরীক্ষণের আবেদন করার সুযোগ থাকে। নির্দিষ্ট সময়ের মধ্যে এবারও রাজশাহী বিভাগের আট জেলা থেকে ২০ হাজারের বেশি শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা যে বিষয়ে নম্বর কম পেয়েছে বলে মনে করেছে, সেই বিষয়ের খাতাই পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। দ্রুতই খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে যেন কলেজে ভর্তির ক্ষেত্রে সমস্যা না হয়।’

কেয়া/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়