ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ১৪ ডিসেম্বর ২০২২  
মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

ভোলার লালমোহনে একটি মাদরাসার ছাদে খেলতে গিয়ে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাফিন (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দেবিরচর হোসাইনিয়া দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

মারা যাওয়া রাফিন উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীর চর বাজার এলাকার মো. রোমানের ছেলে। সে দেবীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে রাফিন দেবীরচর দাখিল মাদরাসার ছাদে খেলতে যায়। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের তাঁরের সঙ্গে জড়িয়ে যায় সে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মারা যাওয়া রাফিনের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে লালমোহন থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মনজুর/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়