ঢাকা     বুধবার   ২২ মার্চ ২০২৩ ||  চৈত্র ৯ ১৪২৯

বাসের ধাক্কায় সাংবাদিক নিহত 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫১, ১৯ ডিসেম্বর ২০২২  
বাসের ধাক্কায় সাংবাদিক নিহত 

মামুনুর রশিদ বাবু প্রিন্স

দিনাজপুর ফুলবাড়ী উপজেলায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাংবাদিক মামুনুর রশিদ বাবু প্রিন্স নিহত হয়েছেন।

রোববার (১৮ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার রাঙ্গামাটি মোড়ে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুনুর রশিদ বাবু আলাদিপুর ইউনিয়নের সিন্দুরহাটা গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে। তিনি ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের কম্পিউটার অপারেশন বিভাগের প্রভাষক ও বেসরকারি টিভি চ্যানেল মোহনা টিভির সাবেক দিনাজপুর জেলা প্রতিনিধি ছিলেন।

স্থানীয়রা জানায়, মামুনুর রশিদ বাবু বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ফুলবাড়ী শহরে আসার পথে রাঙ্গামাটি মোড়ে পার্শরাস্তা থেকে মেইন সড়কে উঠার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস (নৈশকোচ) পেছনদিক থেকে ধাক্কা দিলে বাসের চাকায় পিষ্ট হয়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে স্থানীয়রা যাত্রীবাহী বাসটি ভাঙচুর করে সড়ক অবরোধ  করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও বাসটিকে জব্দ করে থানায় নিয়ে যায়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,মরদেহটি সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

/মোসলেম/সাইফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়