ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভাটিয়াপাড়া মুক্ত দিবস পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ১৯ ডিসেম্বর ২০২২  
ভাটিয়াপাড়া মুক্ত দিবস পালিত

শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মুক্ত দিবস পালিত হয়েছে।

কাশিয়ানী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।

সোমবার (১৯ ডিসেম্বর) সকালে কাশিয়ানীর ভাটিয়াপাড়া সম্মুখ সমর যুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 

পরে ভাটিয়াপাড়া রেলওয়ে স্টেশন মাঠে মুক্ত দিবস উপলক্ষে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মিয়া, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল বশার মাষ্টার, কাশিয়ানী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান খান, উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় দিবসটির তাৎপয্য তুলে ধরে মুক্তিযুদ্ধকালীন পাক হানাদার বাহিনীর বর্বরতা ও বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বকথা তুলে ধরা হয়। 

প্রসঙ্গত, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর সারা দেশ যখন বিজয়ের আনন্দে আত্মহারা সে সময়ও গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় পাক হানাদাররা যুদ্ধ করে যাচ্ছিল। বিজয়ের তিনদিন পর ১৯ ডিসেম্বর মিত্র ও মুক্তি বাহিনীর ত্রিমুখী আক্রমণে পাকবাহিনীর দখলে থাকা কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ওয়্যারলেস ষ্টেশনের ক্যান্টনমেন্টের পতন ঘটে। পরে পাক সেনারা আত্মসমর্পণ করলে ৎমুক্ত হয় কাশিয়ানীর ভাটিয়াপাড়া। 

বাদল সাহা/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ