ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফরিদপুরে ৪ ইটভাটায় ১৬ লাখ টাকা জরিমানা

ফরিদপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ১৯ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৯:২৩, ১৯ ডিসেম্বর ২০২২
ফরিদপুরে ৪ ইটভাটায় ১৬ লাখ টাকা জরিমানা

ফরিদপুরের সদর, মধুখালী, বোয়ালমারী ও ভাঙ্গা উপজেলায় অবৈধ ছয়টি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম।

সোমবার (১৯ ডিসেম্বর) ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম জানান. পরিবেশ অধিদপ্তর ঢাকার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরিন হকের নেতৃত্বে অভিযান চালানো হয়। রোববার (১৮ ডিসেম্বর) সকাল থেকে অভিযান শুরু করে ফরিদপুর পরিবেশ অধিদপ্তর। সারা দিন এই অভিযান চলে।

এ বিষয়ে ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আরও জানান, ছয়টি ইটভাটায় অভিযান চালিয়ে দুটি গুঁড়িয়ে দেওয়া হয় এবং বাকি চারটি ইটভাটায় ১৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার এবং ইটভাটায় অবৈধভাবে মাটি ও কাঠের ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমান। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 
 

নিরব/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়