ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাজিতে হেরে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৭, ১৯ ডিসেম্বর ২০২২   আপডেট: ২২:৩৯, ১৯ ডিসেম্বর ২০২২
বাজিতে হেরে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

কথা দিয়ে রেখেছেন রনি মোস্তফা (২২) নামের এক ব্রাজিল সমর্থক। আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করায় এবং মেসির খেলায় মুগ্ধ হয়ে তিনি দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিয়েছেন। সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে পাবনা সদর উপজেলার মালঞ্চী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

রনি মোস্তফা বলেন, ‘কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর বন্ধুদের সঙ্গে বাজি ধরেছিলাম, যদি আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতে। তাহলে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দেব।’

তিনি আরও বলেন, ‘গতকাল ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। যে কারণে আজ এই আয়োজন করে আর্জেন্টিনার সমর্থকরা। আমিও কথা রেখেছি, ব্রাজিলের সমর্থন ছেড়ে দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনায় যোগ দিয়েছি।’

আর্জেন্টিনা সমর্থক সাজেদুর রহমান শান্ত বলেন, ‘এটা খুব আনন্দের খবর। ব্রাজিল সমর্থকরা যদি আর্জেন্টিনায় যোগ দিতে চায়, তাহলে আমরা গ্রহণ করব। এক বালতি দুধ দিয়ে গোসল করিয়ে আর্জেন্টিনার জার্সি পড়িয়ে বন্ধু বানাব।’

তিনি আরও বলেন, ‘খেলা নিয়ে আমাদের এই উন্মাদনা থাকবে। তবে সেটি যেন আক্রোশে পরিণত না হয়, সেটাও মাথায় রাখতে হবে।’

শাহীন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়