ঢাকা     শুক্রবার   ২৪ মার্চ ২০২৩ ||  চৈত্র ১১ ১৪২৯

বগুড়ার ২ আসনে উপনির্বাচন: জাসদের প্রার্থী নির্ধারণ

বগুড়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ২০ ডিসেম্বর ২০২২  
বগুড়ার ২ আসনে উপনির্বাচন: জাসদের প্রার্থী নির্ধারণ

রেজাউল করিম তানসেন ও ইমদাদুল হক ইমদাদ

বগুড়ার শূন‌্য দুটি আসনে জাতীয় সংসদের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী নির্ধারণ ক‌রে‌ছে জাসদ। 

সোমবার (১৯ ডিসেম্বর) রাতে সংগঠনের সাতমাথাস্থ দলীয় কার্যালয়ে বগুড়া জেলা জাসদের মতবিনিময় সভায় প্রার্থী নির্ধারণ করা হয়। জেলার এই সিদ্ধান্ত কেন্দ্রকে অবগত করা হয়েছে। 

বগুড়া জেলা জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকারের সভাপতিত্বে মত‌বি‌নিময় সভা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় সদস্য ইমদাদুল হক ইমদাদ, সহ-সভাপতি হেলাল উদ্দিন আঙ্গুর, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ পশারী ববি প্রমুখ। 

সভায় সভায় বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বগুড়া জেলা জাসদের সভাপতি রেজাউল করিম তানসেন এবং বগুড়া-৬ (সদর) আসনের জন্য জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ইমদাদুল হক ইমদাদ কে প্রার্থী মনোনীত করা হয়। 
 

এনাম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়