ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পিরোজপুরে বিএনপি ও ছাত্রলীগের পাল্টাপাল্টি হামলার অভিযোগ

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ২৪ ডিসেম্বর ২০২২   আপডেট: ২১:১৫, ২৪ ডিসেম্বর ২০২২
পিরোজপুরে বিএনপি ও ছাত্রলীগের পাল্টাপাল্টি হামলার অভিযোগ

পিরোজপুরে বিএনপি ও ছাত্রলীগের পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। এতে দুই দলের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, ‘সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে ডাকা কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে বিভিন্ন স্থান থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে বিএনপির দলীয় কার্যালয়ের দরজা-জানালাসহ বেশ কিছু চেয়ার ভাংচুর করে।’

তিনি আরও বলেন, ‘এর আগে, বিভিন্ন স্থান থেকে আসতে থাকা দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে বিএনপির ৪৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।’

অভিযোগের বিষয় নাকচ করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইফতেখার মাহমুদ সজল বলেন, ‘আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের পোষ্ট অফিস সড়কে মিছিল নিয়ে যাচ্ছিল। হঠাৎ বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে ছাত্রলীগের ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।’

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, ‘শহরে বিএনপি ও ছাত্রলীগের পৃথক কর্মসূচি ছিল। হঠাৎ দুই পক্ষের লোকজনের সংঘর্ষ জড়িয়ে পড়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিক ১১ জনকে আটক করা হয়েছে।’

তাওহিদুল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়