ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গভীর রাতে শীতার্তদের কাছে কম্বল নিয়ে জেলা প্রশাসক

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪০, ৬ জানুয়ারি ২০২৩  
গভীর রাতে শীতার্তদের কাছে কম্বল নিয়ে জেলা প্রশাসক

সিলেটের শীতার্ত মানুষের কাছে গভীর রাতে প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল পৌঁছে দিলেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) মধ্যরাতে জেলা প্রশাসকসহ কার্যালয়ের কর্মকর্তারা সিলেটের শাহ পরান মাজার ও সিলেট-তামাবিল মহাসড়কের বিভিন্ন জায়গায় ভাসমান মানুষের কাছে প্রধানমন্ত্রীর উপহারের এসব কম্বল পৌঁছে দেন।

জেলা প্রশাসক জানান, সিলেটে গত কয়েকদিন থেকে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় প্রথম ধাপে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৭৪ হাজার কম্বল পাওয়া গেছে। যা সিলেট সিটি করপোরেশন এলাকা ও বিভিন্ন উপজেলায় ক্রমান্বয়ে বিতরণ করা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজন হলে আরোও বরাদ্দ পাওয়া যাবে বলেও জানান তিনি।

শীত মোকাবেলায় পর্যাপ্ত কম্বল ও ত্রাণ রয়েছে বলেও জানান জেলা প্রশাসক।

নূর/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়