ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বন্য হাতির আক্রমণে যুবকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৬, ৬ জানুয়ারি ২০২৩   আপডেট: ২৩:০২, ৬ জানুয়ারি ২০২৩
বন্য হাতির আক্রমণে যুবকের মৃত্যু

ফাইল ফটো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বন্য হাতির আক্রমণে শরিফুল আলম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল দাওধারা গ্রামের আবদুল করিমের ছেলে। আবদুল কারিম উপজেলার নয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে বন্য হাতির একটি দল সীমান্তবর্তী এলাকায় ঘোরাফেরা করছিল। শুক্রবার বিকেলে স্থানীয় উৎসুক কয়েকজনকে সঙ্গে নিয়ে বন্য হাতির অবস্থান ও কর্মকাণ্ড দেখতে পাহাড়ের গহীনে যায় শরিফুল। এসময় অসাবধানতাবশত হাতির কাছাকাছি চলে গেলে একটি হাতি শরিফুলকে শুঁড়ে পেঁচিয়ে ও পায়ে পিষ্ট করে ঘটনাস্থলেই মেরে ফেলে।

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কাটাবাড়ি পাহাড়ের টিলায় অবস্থান নেওয়া হাতির দল দেখতে গিয়ে শরিফুল হাতির আক্রমণে মারা যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তারিকুল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়