ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বাংলাদেশের প্রতিটি কৃষক স্মার্ট হবেন: পলক

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৩, ১৪ জানুয়ারি ২০২৩   আপডেট: ২২:০৮, ১৪ জানুয়ারি ২০২৩
বাংলাদেশের প্রতিটি কৃষক স্মার্ট হবেন: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় কাজ করছেন। স্মার্ট বাংলাদেশের প্রতিটি মানুষ, কৃষক স্মার্ট হবেন। স্মার্ট বাংলাদেশ মানে, যে ব্যক্তি নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করবে। দেশের প্রতিটি মাটিকে কাজে লাগাবে সেই স্মার্ট।’

তিনি বলেন, ‘কৃষদের স্মার্ট হতে হবে, শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে, সাংবাদিকদের স্মার্ট হতে হবে, প্রশাসনের কর্মকর্তাদের স্মার্ট হতে হবে। তাহলেই আমাদের স্মার্ট অর্থনীতি গড়ে উঠবে।’

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা হলরুমে কৃষক সমাবেশ ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পলক বলেন, ‘দেশে ৬২ হাজার কৃষকদের ব্যাংকে ১০ টাকার একাউন্ট রয়েছে। সরকারি বিভিন্ন অফিসে এখন আর কাজের জন্য যেতে হয় না, ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে কাজ করা যায়।’

তিনি বলেন, ‘দেশে অনাবাদি জমিতে আবাদ বাড়াতে হবে। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে বাড়ির আঙিনায় ও অনাবাদি পতিত জমিতে আবাদ বাড়াতে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় আজ ২০০ জন কৃষকের মাঝে সবজি ও ফলের বীজ, চারা, জৈব ও রাসায়নিক সার, বীজ সংরক্ষণের পাত্র ও ঝাঁজরি প্রদান করা হয়েছে।’

পলক আরো বলেন, ‘প্রধানমন্ত্রী যে কথা দেন, সেটা রাখেন। আওয়ামী লীগ যে প্রতিশ্রুতি দেয় তা পূরণ করে। বঙ্গবন্ধুকন্যা যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, তা বাস্তবায়ন করেছেন।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরানের সভাপতিত্ব উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী প্রমুখ।

আরিফুল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়