ঢাকা     শনিবার   ০১ এপ্রিল ২০২৩ ||  চৈত্র ১৮ ১৪২৯

ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত 

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ১৫ জানুয়ারি ২০২৩  
ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত 

ঝিনাইদহের কালীগঞ্জের সুন্দরপুর এলাকায় নকশি কাথা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

লাইচনচ্যুত ট্রেনটি উদ্ধারে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তবে এতে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার শাহজাহান শেখ জানান, আজ রোববার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে গোয়ালন্দ থেকে নকশী কাথা এক্সপ্রেস ট্রেন যাত্রী নিয়ে খুলনার উদ্দেশে আসছিল। পথিমধ্যে কালীগঞ্জের সুন্দরপুর এলাকায় পৌঁছালে বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন খবর দেওয়া হয়েছে। তাদের পৌঁছাতে ৪ ঘণ্টা সময় লাগতে পারে। 

তবে ঠিক কী কারণে এমন হয়েছে তা এখনই বলা যাচ্ছে না বলে জানান স্টেশন মাস্টার।
 

রাজিব/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়