ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হেলিকপ্টারে বউ নিয়ে গেলেন হরিজন সম্প্রদায়ের অপু

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ১৮ জানুয়ারি ২০২৩   আপডেট: ২০:৪৮, ১৮ জানুয়ারি ২০২৩
হেলিকপ্টারে বউ নিয়ে গেলেন হরিজন সম্প্রদায়ের অপু

কুড়িগ্রাম থেকে হেলিকপ্টারে চড়ে নববধূকে নিয়ে নিজ বাড়িতে নিয়ে গেলেন নেত্রকোণার হরিজন সম্প্রদায়ের ছেলে অপু বাঁশফোর। মৃত বাবা দিলিপ বাঁশফোরের ইচ্ছে পূরণে এমন আয়োজন করেছেন তিনি। কনে সানিতা রানীর বাড়ি কুড়িগ্রাম পৌর শহরের বস্তিপাড়া গ্রামের ভুট্ট হরিজনের মেয়ে।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে হেলিকপ্টারটি অবতরণ করে। এসময় হেলিকপ্টার দেখতে ভিড় করেন হাজারো মানুষ। নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়।

বর ও কনের স্বজনরা জানান, বর হেলিকপ্টারে চড়ে নববধূকে নিয়ে কুড়িগ্রাম থেকে নেত্রকোনায় যায়। এটা খুবই আনন্দের খবর। এর আগে, আমাদের সম্প্রদায়ের কেউ হেলিকপ্টারে চড়ে বিয়ে করেনি।

অপু বাঁশফোর বলেন, ‘মৃত বাবার ইচ্ছে পূরণে এই আয়োজন। বড় ভাই ও বোনের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। কনে নিয়ে ঠিকভাবে বাড়িতে আসতে পেরে আনন্দিত।’

কনের বাবা ভুট্ট হরিজন বলেন, ‘পাঁচ মেয়ের মধ্যে সানিতা তিন নম্বর। আমার মেয়েকে বিয়ে করে হেলিকপ্টারে নিয়ে যাওয়াটা সৌভাগ্যের। আমি খুবই খুশি।’

নিরাপত্তার দায়িত্বে থাকা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাজেদ আলী বলেন, ‘খুব সুন্দরভাবে হেলিকপ্টার অবতরণ করে। বরযাত্রী কনে নিয়ে চলে গেছে।’

সৈকত/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়