ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিখোঁজের সাতদিন পর লাশ উদ্ধার

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ২১ জানুয়ারি ২০২৩  
নিখোঁজের সাতদিন পর লাশ উদ্ধার

গাইবান্ধায় নিখোঁজের সাতদিন পর কনক মিয়া (১৯) নামের এক ব্যাটারি চালিত ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের রংপুর চিনিকলের বাণিজ্যিক খামারের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

মারা যাওয়া কনক মিয়া উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ফুল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, কনক মিয়া গত ১৫ জানুয়ারি সন্ধ্যায় ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আজ রংপুর চিনিকলের মালিকানাধীন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের কাটা এলাকার সিংড়ারদীঘি নামক পুকুরের পানিতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা লাশটি উদ্ধার করে। পরে স্বজনরা এসে মারা যাওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সুদীপ্ত/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়