ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাকে ৫ টুকরো করে হত্যা: ছেলেসহ ৭ জনের ফাঁসি

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ২৪ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৩:৫২, ২৪ জানুয়ারি ২০২৩
মাকে ৫ টুকরো করে হত্যা: ছেলেসহ ৭ জনের ফাঁসি

নুরজাহান বেগম (৫৭) নামে এক নারীকে পাঁচ টুকরো করে হত্যার ঘটনায় ছেলে হুমায়ুন কবির হুমুসহ (৩২) সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- নিরব (২৬), নুর ইসলাম (৩২), কালাম (৩০), সুমন (৩৩), হামিদ (২৮) ও ইসমাইল (৩০)।

আরো পড়ুন:

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এ রায় দেন।

রায় ঘোষণার সময় আদালতে ৭ আসামি উপস্থিত ছিলেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গুলজার আহমেদ জুয়েল জানান, নুরজাহান বেগম হত্যার ঘটনায় প্রথমে নিহতের ছেলে হুমায়ুন কবির হুমু বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ তদন্তে নামলে হত্যার সঙ্গে সরাসরি সন্তানের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। পরে এ ঘটনায় হুমুর আরও ছয় সহযোগী জড়িত ছিল বলে প্রমাণ পায় পুলিশ। 

এই মামলায় ২৭ জনের স্বাক্ষী গ্রহণ করা হয়। আসামিদের মধ্যে  ৫ জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। 

মওলা সুজন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়