ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি তানবীর, সা. সম্পাদক কানন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ২৭ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৩:০৯, ২৭ জানুয়ারি ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি তানবীর, সা. সম্পাদক কানন

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্রার্থী তানবীর ভূঞা সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত সামসুজ্জামান চৌধুরী কানন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা আইনজীবী ইসমাইল মিয়া ফলাফল ঘোষণা করেন।

আরো পড়ুন:

আওয়ামী লীগের প্যানেল থেকে সভাপতি'সহ ১১জন নির্বাচিত হয়েছেন।  বিএনপির প্যানেল থেকে সাধারণ সম্পাদক ও 
সহসভাপতি পদে চারজন নির্বাচিত হন।

আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ হয়।  বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে তানভীর-তপন প্যানেল নির্বাচন করে।  এতে সাধারণ সম্পাদক অকৃতকার্য হলেও সভাপতিসহ ১১জন জয়ী হন।  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে করিম-কানন প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।  তারা সাধারণ সম্পাদকসহ চারটি পদে জয়ী হয়েছেন।

মাইনুদ্দীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়