ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত 

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ২৮ জানুয়ারি ২০২৩  
ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত 

বগুড়ায় তুচ্ছ ঘটনায় আসিফ শেখ (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে শহরের হাকিরমোড় সুলতানগঞ্জ পাড়ায় এ ঘটনা ঘটে।

আসিফ শেখ একই এলাকার হেলাল শেখের ছেলে। তিনি বগুড়া পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

আরো পড়ুন:

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল এলাকায় ক্রিকেট খেলার আয়োজন করা হয়। খেলা উপলক্ষে সুলতানগঞ্জ পাড়ার এক মাঠে খাওয়া দাওয়ার আয়োজন হয়। সেই সময় ছাত্রলীগ নেতা আসিফের চাচাতো ভাই তুষার স্থানীয় রিপু নামের সিনিয়র এক যুবকের ঘাড়ে হাত দেন। এ ঘটনায় রিপু ও তুষারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। আসিফ উভয়কে থামিয়ে দেন। পরে কয়েকজন যুবক তুষারকে মারতে গেলে আসিফ তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় হামলাকারীরা আসিফকে ছুরিকাঘাত করে। 

বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুজন মিয়া বলেন, খবর পেয়ে আসিফকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। জড়িতদের আটক করার চেষ্টা চলছে। 

এনাম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়