ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করায় বাবাকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ২৮ জানুয়ারি ২০২৩  
স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করায় বাবাকে জরিমানা

হবিগঞ্জের আজমিরীগঞ্জে স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করায় মেয়ের বাবাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতে।

শুক্রবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে আজমিরীগঞ্জ পৌরসভার শুকড়িবাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম।

জানা যায়, স্থানীয় মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীর বয়স ১৬ বছর। বানিয়াচং উপজেলার পুকড়া গ্রামের প্রজেশ সূত্রধরের ছেলে বিভাস সূত্রধরের সঙ্গে তাকে বিয়ে দেওয়া হচ্ছিল। রাতে মেয়ের বাড়িতে চলছিল বিয়ের আনুষ্ঠানিকতা।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মেয়ের বাবাকে ২ হাজার টাকা জরিমানা করে বিয়ে বন্ধ করে দেন তিনি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী মেয়ের বাবাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তিনি মেয়ের বিয়ে দিবেন না বলে মুচলেকাও দিয়েছেন।’

মামুন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়