ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাত জুয়াড়ি আটক

কুড়িগ্রাম প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ২৯ জানুয়ারি ২০২৩  
সাত জুয়াড়ি আটক

কুড়িগ্রামে পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ সাত জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে এতথ্য নিশ্চিক করেছেন কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন। 

এর আগে গতকাল শনিবার সদর উপজেলা থেকে পাঁচজন ও কচাকাটা থানা থেকে দুইজনকে আটক করা হয়। 

কুড়িগ্রাম সদর উপজেলা থেকে আটককৃতরা হলেন-  হলোখানা ইউনিয়নের ভেরভেরি নয়ারহাট গ্রামের মো. মোকলেছুর রহমান (৩২) ও মো. সায়েদ আলী (৬৫), হরিকেশ মধ্যপাড়ার মো. বাদল (৫০), একই এলাকার মো. আবেদ আলী (৪৭) ও হরিকেশ কানিপাড়ার মো. আজাদ আলী (৪৮)। 

কচাকাটায় থানায় আটককৃতরা হলেন- কচাকাটা ইসলামপুরের মো. এরশাদ আলী (৩৫) ও শিবের হাট গ্রামের মো. ফজলু (৪০)৷ 

পুলিশ জানায়, গতকাল রাতে হলোখানা ইউনিয়নের ভেরভেরি নয়ারহাট এলাকার পুরাতন ইউনিয়নের পরিত্যাক্ত একটি রুমে অভিযান চালায় পুলিশ। এসময় পাঁচ জুয়াড়িকে আটক করা হয়। জব্দ করা হয় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদি।  

একই দিনে কচাকাটা থানার শিশু নিকেতন কেজি স্কুলের পেছন থেকে জুয়া খেলারত অবস্থায় দুই জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়। 

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় অপরাধ দমনে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বাদশাহ সৈকত/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ