ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মালামাল লুটে নিরাপত্তা প্রহরীকে তুলে নিয়ে হত্যা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ২৯ জানুয়ারি ২০২৩  
মালামাল লুটে নিরাপত্তা প্রহরীকে তুলে নিয়ে হত্যা

নিরাপত্তা প্রহরী হেলাল উদ্দিন

গাজীপুরের শ্রীপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও নগদ টাকা লুটে নিয়ে নিরাপত্তা প্রহরীকে তুলে নিয়ে হত্যা করেছে এক দল দুর্বৃত্ত।

রোববার (২৯ জানুয়ারি) ভোর রাত ৪টায় মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আল-আমিন পোল্ট্রি ফিড নামের দোকানে এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা প্রতিষ্ঠানে থাকা নগদ সাড়ে ৫ লাখ টাকা ভর্তি সিন্দুক, ক্লোজ সার্কিট ক্যামেরার ডিভিআর, বিভিন্ন ব্যাংকের চেক, গুরুত্বপূর্ণ কাগজ ও নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী হেলাল উদ্দিনকে তুলে নিয়ে যায়। সকালে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ার বেগমপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের ময়লাস্তুপ থেকে নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করে জয়দেবপুর থানা পুলিশ।

নিহত নিরাপত্তা প্রহরী হেলাল উদ্দিন (৬০) কিশোরগঞ্জের হোসেনপুর থানার চরহাজীপুর গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শ্রীপুর পৌর এলাকার বকুলতলা গ্রামে জমি কিনে বাড়ি বানিয়ে বসবাস করে ম্যাক্স ফোর সিকিউরিটি সার্ভিসে চাকরি করতেন।

আল-আমিন পোল্ট্রি ফিডের মালিক আহমেদ ইয়াদগির জানান, তিনি মাওনা চৌরাস্তায় প্রায় ২৫/৩০ বছর ধরে মুরগির খাদ্য ও মাছের খাদ্য উৎপাদনের পাশাপাশি এ খাদ্য তৈরির কাঁচামাল বিক্রি করেন। রোববার (২৯ জানুয়ারি) সকালে তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জসিম ও জামান দোকানে এসে সাটার ও কলাপসিবল গেটের তালা ভাঙা দেখতে পেয়ে তাকে জানায়। পরে তিনি খবর পেয়ে ঘটনাস্থলে এসে ভেতরে ঢুকে অফিসের টেবিলের ড্রয়ালগুলো খোলা অবস্থায় দেখতে পান এবং সিন্দুক দেখতে না পেয়ে নিরাপত্তা প্রহরী হেলালকে খোঁজেন। পরে হেলালের খোঁজ না পেয়ে তিনি বিষয়টি পুলিশে জানান।

তিনি আরও জানান, সদর উপজেলার হোতাপাড়ার বেগমপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের ময়লাস্তুপ থেকে তার মরদেহ উদ্ধারের খবর পুলিশ তাকে জানায়। দুর্বৃত্তদের লুটের কাজে বাধা দেয়ায় হেলাল উদ্দিনকে তুলে নিয়ে হত্যা করতে পারে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দোকানের সিসি ক্যামেরার ডিভিআর মেশিন নিয়ে যাওয়ায় আশপাশের সিসি ক্যামেরা দেখা হচ্ছে। ভোর রাত ৪টার দিকে ওই দোকানের সামনে ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে এ ঘটনা ঘটেছে। ঘটনাটি বিভিন্ন ভাবে তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে পুলিশের একাধিক দল ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।
 

রফিক/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়