ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় ২ জাহাজ  

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ২৯ জানুয়ারি ২০২৩  
রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় ২ জাহাজ  

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে বিদেশি দুটি জাহাজ। 

রোববার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার পরে জাহাজ দুটি মোংলা বন্দরে ভেড়ে। ভ্যানুয়াটি পতাকাবাহী ‘এমভি আনকা সান’ জাহাজটি বন্দরের ৭নম্বর এবং লাইব্রেরিয়া পতাকাবাহী ‘এমভি স্পোডিল্লা’ জাহাজটি বন্দরের ৮নম্বর জেটিতে নোঙর করে। 

জাহাজ দুটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ এবং নবরষ্ট্রি বন্দর থেকে  রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল বহন করে মোংলায় এসেছে। এমভি আনকা সান জাহাজে রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের ১৯৭৯ প্যাকেজের ১৪০০ দশমিক ৪২ মেট্টিকটন এবং এমভি স্পোডিল্লায় এসেছে ৪৩৬ প্যাকেজের ৫১৮ দশমিক ৪২১ মেট্রিকটন মেশিনারি পণ্য এসেছে।

বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ বলেন, রাশিয়া থেকে আসা ভ্যানুয়াটি পতাকাবাহী জাহাজ দুটিতে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ১ হাজার ৯০০ মেট্রিক টন মেশিনারি এসেছে। এসব মেশিনারি দুই দিনের মধ্যে খালাস করে সড়ক পথে রূপপুরের নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।
 

টুটুল/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়