ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোরে ৫টি বাড়িতে আগুন

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ৩০ জানুয়ারি ২০২৩  
নাটোরে ৫টি বাড়িতে আগুন

নাটোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে ৫টি বাড়ির সব মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরতলীর বড়হরিশপুর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকতার হোসেন বলেন, ‘দুপুরে কাঁচামাল ব্যবসায়ী সেন্টু হোসেনের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। দ্রুতই আগুন পাশে থাকা অপর তিন ভাই আনোয়ার, মজনু ও আতোয়ারসহ তাদের বাবার বাড়িতে ছড়িয়ে পড়ে।’

তিনি আরো বলেন, ‘স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই পুড়ে যায় নগদ নয় লাখ টাকা, মোটরসাইকেল, ফ্রিজ, খাট, আসবাবপত্রসহ সমস্ত মালামাল। এতে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

আরিফুল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়