ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেক খেয়ে দুই বোনের মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৩, ৩০ জানুয়ারি ২০২৩   আপডেট: ২২:২৭, ৩০ জানুয়ারি ২০২৩
কেক খেয়ে দুই বোনের মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

ফাইল ফটো

গাজীপুরে কেক খেয়ে দুই বোনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে নিহত শিশুদের বাবা বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুর সদর থানার দক্ষিণ সালনা এলকার লাবু মিয়ার ছেলে দোকানদার সাইফুল ইসলাম (৪৮), ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার শিশু মিয়ার ছেলে মো. সোহেল (৪৮), ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানার কোনাউর এলাকার দানু মিয়ার ছেলে শহিদুল ইসলাম (২৫) ও একই গ্রামের মৃত চান মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন (৪৫)।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, ‘নিহত শিশুদের বাবা বাদী হয়ে মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এর আগে, গত রোববার দোকান থেকে কেনা কেক খেয়ে আশামনি (৬) ও তার দেড় বছর বয়সী ছোটবোন আলিফা আক্তারের মৃত্যু হয়। তারা ওই এলাকার কারখানা শ্রমিক আশরাফুল ইসলাম ও ছফুরা বেগম দম্পতির মেয়ে।

এদিকে, নিহত দুই শিশুর ময়নাতদন্ত শেষে মরদেহ শেরপুরে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের পর প্রাথমিকভাবে জানা গেছে, খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।

আরো পড়ুন: বিষক্রিয়ায় দুই বোনের মৃত্যু

রেজাউল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়