ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

৩ ঘণ্টায় ১৯৮ ভোট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ১ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১২:৩৯, ১ ফেব্রুয়ারি ২০২৩
৩ ঘণ্টায় ১৯৮ ভোট

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ নির্বাচনে ভোটারদের মধ্যে আগ্রহ কম লক্ষ্য করা গেছে। এই আসনের শাহবাজপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ১০টি বুথে ৩ ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ১৯৮টি। এখানে ভোটার রয়েছেন ৪ হাজার ৪০৫ জন। 

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত এই চিত্র ছিলো কেন্দ্রটিতে। 

শাহবাজপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার সুমন মিয়া বলেন, সরাইল উপজেলার সবচেয়ে বড় ভোট কেন্দ্র এই বিদ্যালয়টি। এখানে ৪ হাজার ৪০৫ ভোটার রয়েছেন। কিন্তু সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ১৯৮টি।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল ও আশুগঞ্জের দুই উপজেলায় রয়েছে ১৭টি ইউনিয়ন। এর মধ্যে সরাইল উপজেলায় রয়েছে ৯টি ইউনিয়ন ও আশুগঞ্জ উপজেলায় রয়েছে ৮টি ইউনিয়ন। উপ-নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে সরাইল উপজেলায় ২ লাখ ৪১ হাজার ৭৯টি এবং আশুগঞ্জ উপজেলার মোট ভোটার ১ লাখ ৩২ হাজার। 

উপ-নির্বাচনে মোট কেন্দ্র ১৩২টি। এর মধ্যে সরাইল উপজেলার ৯টি ইউনিয়নে ৮৪টি ও আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে ৪৮টি ভোট কেন্দ্র রয়েছে।

মাইনুদ্দীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়