ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৩ ঘণ্টায় ১৯৮ ভোট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ১ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১২:৩৯, ১ ফেব্রুয়ারি ২০২৩
৩ ঘণ্টায় ১৯৮ ভোট

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ নির্বাচনে ভোটারদের মধ্যে আগ্রহ কম লক্ষ্য করা গেছে। এই আসনের শাহবাজপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ১০টি বুথে ৩ ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ১৯৮টি। এখানে ভোটার রয়েছেন ৪ হাজার ৪০৫ জন। 

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত এই চিত্র ছিলো কেন্দ্রটিতে। 

আরো পড়ুন:

শাহবাজপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার সুমন মিয়া বলেন, সরাইল উপজেলার সবচেয়ে বড় ভোট কেন্দ্র এই বিদ্যালয়টি। এখানে ৪ হাজার ৪০৫ ভোটার রয়েছেন। কিন্তু সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ১৯৮টি।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল ও আশুগঞ্জের দুই উপজেলায় রয়েছে ১৭টি ইউনিয়ন। এর মধ্যে সরাইল উপজেলায় রয়েছে ৯টি ইউনিয়ন ও আশুগঞ্জ উপজেলায় রয়েছে ৮টি ইউনিয়ন। উপ-নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে সরাইল উপজেলায় ২ লাখ ৪১ হাজার ৭৯টি এবং আশুগঞ্জ উপজেলার মোট ভোটার ১ লাখ ৩২ হাজার। 

উপ-নির্বাচনে মোট কেন্দ্র ১৩২টি। এর মধ্যে সরাইল উপজেলার ৯টি ইউনিয়নে ৮৪টি ও আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে ৪৮টি ভোট কেন্দ্র রয়েছে।

মাইনুদ্দীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়